বিদায় বেলায় ইউএনও পরিমল কুমার সরকার কে সংবর্ধনা দিলো বিরামপুর পৌরসভা
- আপডেট সময় : ১১:৪০:৩০ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- / ৪৪১ বার পড়া হয়েছে
ইব্রাহীম, বিরামপুর দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও পরিমল কুমার সরকারকে বিদায় সংবর্ধনা দিলেন পৌরসভার মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা, কর্মচারীগণ। সোমবার (৫জুন)বিকাল ৪ টায় পৌরসভার কনফারেন্স রুমে পৌর মেয়র আক্কাস আলীর সভাপতিত্বে উক্ত বিদায় সংবর্ধনায় বক্তব্য রাখেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।
বিশিষ্ট ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন,
বিরামপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা সেরাফুল ইসলাম এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড মাদক নির্মূল কমিটির সভাপতি ও বিরামপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল মিনহাজ,পৌর সভার প্যানেল মেয়র আব্দুল আজাদ বকুল, সাবেক প্যানেল মেয়র ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোজাফ্ফর রহমান,বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মেসবাউল হক, বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক মাষ্টার, বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু,বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত। এ ছাড়া উপস্থিত ছিলেন , বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাকসহ পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ।
বিদায় অনুষ্ঠানের শুরুতেই বিরামপুর পৌরসভার মেয়র, কর্মকর্তা, কর্মচারীগণ সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারকে ফুলেল শুভেচ্ছা জানান।