বিরামপুরে আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’
- আপডেট সময় : ০৪:৫১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- / ৩৪৯ বার পড়া হয়েছে
ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে বিরামপুর উপজেলা আওয়ামীলীগ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বাংলাদেশ আওয়ামীলীগ বিরামপুর উপজেলা শাখার উদ্যোগে জেলা আওয়ামী লীগের সদস্য রুহুল আমিনের সঞ্চালনায় বিরামপুর ঢাকামোড় গোল চত্বরে বিএনপি, জামাত-শিবির সমাবেশের নামে নৈরাজ্য, নৃশংসতা, পুলিশ ও সাংবাদিক হত্যা, পুলিশ হাসপাতালে ও প্রধান বিচারপতির বাসভবনে হামলা,জ্বালাও পোড়াও এর প্রতিবাদে এবং অযৌত্তিক হরতাল ও অবরোধ প্রতিরোধে শান্তি ও উন্নয়ন সমাবেশ করে।
বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু বলেন, তারা আবারও মানুষের জান-মাল নিয়ে ছিনিমিনি খেলছে। বিএনপি নেতা-কর্মীরা একজন পুলিশ সদস্যকে হত্যা ও কয়েকজনকে আহত করেছে। আজ আবার অযৌত্তিক হরতাল ও অবরোধ ডেকে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। বিরামপুর উপজেলাবাসী তাদের ডাকা হরতাল ও অবরোধকে প্রত্যাখ্যান করে রাজপথে নেমে এসেছে। এদের আন্দোলন বা দাবির সাথে জনগনের কোন সম্পৃক্ততা নেই।
সমাবেশে দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা বলেন, বিএনপি-জামায়াতের যেকোন অপচেষ্টার বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ। তারা দেশে শান্তিপুর্ণ পরিবেশকে বিঘ্নীত করে বিএনপি জামাত আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। দেশের জনগন তাদের প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন করার জন্য প্রস্তুত।
শান্তি সমাবেশে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রায়হান কবীর,জুয়েলসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক মামুন,রিপন,গোলজার হোসেন,সাবেকুল মাষ্টারসহ আওয়ামীলীগের, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।