বিরামপুরে আমন খেত পরিচর্যায় ব্যস্ত কৃষক

- আপডেট সময় : ১০:৪৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৩১৮ বার পড়া হয়েছে

ইব্রাহীম মিঞা, বিরামপুর দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে চলতি আমন মৌসুমে সবুজ নীলিমায় একাকার বিস্তীর্ণ প্রতিটি ফসলের মাঠ। দিগন্তজুড়ে যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। এখন রোপা- আমন ধান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকেরা। পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকেরা আমন পরিচর্যায় ভুমিকা পালন করে যাচ্ছেন। বোরো কর্তন শেষে রোপা- আমন চাষে কোমর বেঁধে মাঠে নামছে তারা।
বর্তমানে ধান গাছের পরিচর্যায় যেন দম ফেলার সময় নেই তাদের। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস জানান,চলতি মৌসুমে উপজেলায় রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা প্রায় ১৭ হাজার ৪ শত ৪৫ হেক্টর।উপজেলা কৃষি অফিস থেকে মাঠপর্যায়ে রোপা আমন চাষিদের বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া অব্যাহত রয়েছে।
সরেজমিন উপজেলার খানপুর , জোতবানী, বিনাইল পলিপ্রয়াগপুর এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি মাঠ এখন কৃষকের সবুজ স্বপ্নে ছেয়ে গেছে। দিগন্ত যেন সবুজ কার্পেটে মোড়ানো এক গালিচা। দৃষ্টি জুড়ে এখন সবুজ ধানের প্রান্তর উপজেলার প্রতিটি মাঠ কৃষকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে।আমন চাষ অনেক ব্যয়বহুল হলেও ধান গাছে সময়মতো পানি পাওয়ায় এখন গাছ সবুজ বর্ণ ধারণ করেছে। উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন, অধিক ফলনের জন্য পরিমিত সার ব্যবহার এবং সার্বিক পরিচর্যায় কৃষকদের সচেষ্ট হতে আমরা সব সময়ই পরামর্শ দিয়ে আসছি। ফলে আমরা আশা করছি, এবার রেকর্ড পরিমাণ জমিতে রোপা-আমন ধানের বাম্পার ফলন হবে।