বিরামপুরে এমপি শিবলী সাদিকের উঠান বৈঠক
- আপডেট সময় : ১১:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ৩৪৫ বার পড়া হয়েছে
ইব্রাহীম মিঞা বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
সরকারের সফলতা তুলে ধরে বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নে উঠান বৈঠক করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
সোমবার (১৬ অক্টোবর) বিকেলে বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর কর্মকারপাড়া গ্রামে ৭ নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলী মন্ডলের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি । এসময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল মেজবা, বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার,বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান,বিরামপুর উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খোরশেদ আলম মানিক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারুক হোসেন, উপজেলা ৭ নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার পলাশসহ দলীয় নেতৃবৃন্দ। উঠান বৈঠকে জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছ, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে থেকে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারো ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিবেন।