বিরামপুরে কচু আবাদে লাভবান কৃষক

- আপডেট সময় : ০৭:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- / ৩৮৫ বার পড়া হয়েছে

ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে মুখি কচুর বাম্পার ফলন হওয়ায় বিরামপুর নতুন বাজারে প্রচুর পরিমাণে মুখি কচুর আমদানি।
বুধবার(১৬ আগষ্ট) বিরামপুর নতুন বাজারের বিভিন্ন আরতদার ও ব্যবসায়ীদের কাছে কচু কি পরিমাণে আমদানি হচ্ছে জানতে চাইলে ব্যবসায়ী সাদেক বলেন, এবার বিরামপুর উপজেলায় মুখি কচুর ফলন ভালো হওয়ায় এবং পার্শ্ববর্তী উপজেলাগুলোর সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় প্রচুর পরিমাণে কচু আমদানি হচ্ছে। প্রতিদিন নতুন বাজার থেকে পাঁচ ছয় ট্রাক কচু ঢাকা কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে প্রতিমন কচু ১৮০০ থেকে ২২০০ টাকায় ক্রয় করা হচ্ছে। এতে করে উপজেলা কৃষকেরা ন্যায্য দাম পেয়ে খুশিতে বাড়ি ফিরছে। কচু চাষী ভেলাপাড়া গ্রামের মিলন জানায়,এবার কচুর সর্বোচ্চ দাম পাওয়ায় এবং ফলন ভালো হওয়ায় অনেক লাভবান হয়েছি। মুখি কচুর চাহিদা থাকায় প্রতিনিয়ত কচু ক্রয়ে ব্যস্ত সময় পার করছেন নতুন বাজারের ব্যবসায়ী নুরু,মিজানুর,হেলাল,আশরাফুল,
মানিক,মন্টু, সাদেকসহ অনেকে। মুখি কচু আমদানি ভালো হওয়ায় কচু রপ্তানিতে লাভবান হচ্ছেন তারা। বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন কচু আবাদে তেমন ঝামেলা নেই, খরচ কম আর লাভ বেশি হওয়ায় এবার বিরামপুর উপজেলায় ৫০ হেক্টর জমিতে কচু আবাদের লক্ষ্যমাত্রা ছিল এবং এর পুরোটাই অর্জিত হয়েছে। অধিকাংশ কৃষক বারি মুখি কচু-১ ও মালশিরা জাতের কচু আবাদে ফলন ভালো পাওয়ায় ভবিষ্যতে এ লক্ষ্যমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।