বিরামপুরে গলায় দড়ি দিয়ে গৃহকর্তার মৃত্যু
- আপডেট সময় : ০৪:৩৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- / ৩৯৫ বার পড়া হয়েছে
ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর পৌরশহরে গোলজার হোসেন (৫৫) নামে এক গৃহকর্তার গলায় দড়ি দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (৫ জুন)সকালে বাড়ির পার্শ্বে লিচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয় নিহতের পরিবার। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। পোস্টমর্টেম এর জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।
বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোজাফ্ফর রহমান জানান,নিহত গোলজার হোসেন বিরামপুর পৌরশহরের ৪ নং ওয়ার্ডের কৃষ্টচাদপুর নামা পাড়া এলাকার রহিমা বেগমের স্বামী।
এলাকা বাসীর নিকট থেকে জানা যায়, বেশ কয়েকদিন ধরে গোলজার এর মেয়ের সাথে একটি ফেন নিয়ে কথা কাটাকাটি চলে আসছিল।এলাকাবাসীর ধারনা পারিবারিক কলহের জের ধরে গলায় দড়ি দিয়ে গোলজার আত্মহত্যা করেছে।
এ বিষয়ে মামলার আইও এস আই মামুনের সাথে কথা বললে তিনি জানান,বিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে