বিরামপুরে গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

- আপডেট সময় : ০১:০১:২২ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৬৯ বার পড়া হয়েছে

ইব্রাহীম মিঞা, বিরামপুর, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুরে গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে রশিদুল ইসলাম (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিরামপুর পৌর শহরের মির্জাপুর মন্দির সংলগ্ন ঝুঁকিপূর্ণ পাইকড় গাছের ডাল কাটতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।মৃত রশিদুল ইসলাম বিরামপুর উপজেলার ৫নং বিনাইল ইউনিয়নের গোপালপুর (চাপড়া) গ্রামের অচির মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, রশিদুল ইসলাম গাছ কাটার লক্ষ্যে গাছের উপরে অবস্থান করছিল এমন সময় কাটা একটি ডাল নিচ থেকে দড়ি দিয়ে টানার সময় ডালটি পাক খেয়ে তাকে আঘাত করে।এসময় আঘাত পেয়ে সে নিচে পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এবিষয়ে বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকারের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান,এবিষয়ে বিরামপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।