বিরামপুরে চোরাই অটো চার্জার ও অটো ভ্যান উদ্ধার
- আপডেট সময় : ০১:১৮:০২ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
- / ৪১৩ বার পড়া হয়েছে
ইব্রাহীম মিঞা বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুরে চুরি হওয়া একটি অটো চার্জার ও একটি অটো ভ্যান উদ্ধার পূর্বক ৪ জনকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১১ জুলাই) ভোর রাত্রি আনুমানিক সাড়ে ৪ ঘটিকার সময় বিরামপুর থানার অফিসার এসআই মোঃ শরিফুল ইসলাম শাকিল ও সঙ্গীয় অফিসার ফোর্স বিশেষ অভিযান চালিয়ে বিরামপুর পৌরসভার জোয়ালকামড়া পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ লাতিফুল খাবির গত সোমবার রাতে চুরি হওয়া একটি অটো চার্জার ও একটি অটো ভ্যান উদ্ধার পূর্বক ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার চিয়ার গ্রামের নজির হোসেনের ছেলে মোঃ আইনুল হোসেন (২৮),ভেউর গ্রামের রশিদ মন্ডলের ছেলে মোঃ রাসেল মন্ডল (৩০) এবং দিনাজপুর জেলার বিরামপুর থানার জোয়ালকামড়া পূর্বপাড়া গ্রামের মৃত কাফাজ উদ্দিন এর ছেলে মোঃ হাফিজুল ইসলাম (৪৫), হাফিজুল ইসলামের ছেলে মোঃ সাব্বির হোসেন(২১)। এবিষয়ে বিরামপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত জানান গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে এবং জড়িত অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।