বিরামপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ পালিত
- আপডেট সময় : ০৯:৪২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
- / ৪৪০ বার পড়া হয়েছে
ইব্রাহীম মিঞা বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুরে সারা দেশের ন্যায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ পালিত হয়।
শনিবার (২৩ শে জুলাই) বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উপলক্ষে বিরামপুর উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।শোভাযাত্রা শেষে বিরামপুর উপজেলা পরিষদের অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল মেজবা, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আদিত্য ঘোষ অপু, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল ইফরান, সহকারী পুলিশ সুপার বিরামপুর সার্কেল মন্জুরুল ইসলাম,বিরামপুর থানার নবযোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ, বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু, সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক, বিরামপুর পৌরসভার প্যানেল মেয়র আবুল কালাম আজাদ, বিরামপুর থানার এসআই এরশাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন মন্ডলসহ অনেকে।
জাতীয় পাবলিক সার্ভিস দিবসের এবারের প্রতিপাদ্য ‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’।২০১৬ সাল থেকে সরকারি কর্মচারীদের উদ্ভাবনী ও কৃতিত্বপূর্ণ কাজে উৎসাহ দেওয়ার জন্য দেশে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন করা হয়। দিবসটি সরকারের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস।এবার ১২ টি শ্রেণিতে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক দেওয়া হচ্ছে। পদকপ্রাপ্তরা একটি করে স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং ব্যক্তিগত অবদানের জন্য দুই লাখ এবং দলগত অবদানের জন্য পাঁচ লাখ করে টাকা পাবেন।