বিরামপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
- আপডেট সময় : ০৮:২৬:০১ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- / ৩৪৮ বার পড়া হয়েছে
মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
শনিবার (০১ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে ৫০ শয্যা বিশিষ্ট বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিরামপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখীর সভাপতিত্বে ৫ টি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিরামপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলার সহকারী কমিশনার(ভূমি)মুরাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাহেরা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সবৃন্দ, হাসপাতালের অন্যান্য স্টাফসহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলায় ১৬৮ টি কেন্দ্রসহ মোট ১৬৯টি কেন্দ্রে ক্যাম্পেইনের মাধ্যমে ১৭ হাজার ২২০জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।এর মধ্যে বিরামপুর পৌরসভার ৪ হাজার ২০০ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।সকাল ৮ টায় শুরু হওয়া এই ক্যাম্পেইন শেষ হবে বিকেল ৪ টায়।
এদের মধ্যে ৬ থেকে ১২ মাস বয়সী ১ হাজার ৮৫০ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৫ হাজার ৩৭০ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় প্রতিটি কেন্দ্রে ২ জন করে মোট ৩৩৮ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। এদের মনিটরিং করবেন ২১ জন সুপারভাইজার