বিরামপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস২০২৩ উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন এমপি শিবলী সাদিক
- আপডেট সময় : ০৯:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৮৩ বার পড়া হয়েছে
ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
এবারই প্রথম ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’এই প্রতিপাদ্যকে নিয়ে সারা দেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে
জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে ৩ দিনব্যাপি উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন দিনাজপুর -৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
রবিবার (১৭ সেপ্টেম্বর) ১২.৩০ ঘটিকায় বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে ৩(তিন) দিন ব্যাপী উন্নয়ন মেলার কেক কেটে শুভ উদ্বোধন করেন দিনাজপুর -৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি। এসময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল আজাদ,বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আদিত্য কুমার, বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিশির কুমার, বিরামপুর পৌরসভার কাউন্সিলরগন,উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, বীরমুক্তিযোদ্ধাগন, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উন্নয়ন মেলায় বিরামপুর উপজেলা পরিষদের আয়োজনে প্রায় ৩৬ টি স্টলে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।স্টলগুলোর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়, উপজেলা ভূমি অফিস, বিরামপুর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেলা যুব উন্নয়ন অফিস ও উপজেলা সমবায় অফিস, সমাজ সেবা অফিস, উপজেলা প্রকৌশল অফিস এলজিইডি বিরামপুর, জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপজেলা হিসাব রক্ষণ অফিস ও পরিসংখ্যান অফিস, আনসার ও ভিডিপি অফিস, খাদ্য নিয়ন্ত্রকের অফিস, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, উপজেলা মহিলা বিষয়ক অফিস, প্রাণিসম্পদ দপ্তর, পরিবার পরিকল্পনা অফিস, উপজেলা শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, কৃষি অফিস,মৎস অফিস,বরেন্দ্র বহুমুখী উন্নয়ন বিষয়ক অফিস, উপজেলা এনজিও ফোরাম,ব্যাংকার্স ফোরাম,১ নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদ, ২ নং কাটলা ইউনিয়ন পরিষদ, ৩ নং খানপুর ইউনিয়ন পরিষদ,৪ নং দিওড় ইউনিয়ন পরিষদ,৫ নং বিনাইল ইউনিয়ন পরিষদ,৬ নং জোতবানী ইউনিয়ন পরিষদ,৭ নং পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদ,ব্লু স্কাই ফাস্টফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্ট, সাব রেজিস্ট্রার ও সেটেলমেন্ট অফিস,পল্লী উন্নয়ন ও পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, পল্লী সঞ্চয় ব্যাংক, চরকাই রেঞ্জ বিরামপুর।