বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট ৮ বছরের শিশু
- আপডেট সময় : ০৮:২৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- / ৩২৭ বার পড়া হয়েছে
মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি:
বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর কলেজ বাজার তেলের পাম্পের সামনে রাস্তা পারাপারের সময় তাহমিদ সরকার (৮) নামে একটি শিশু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহতের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে আনুমানিক ৬.৩০ ঘটিকার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর কলেজ বাজার তেলের পাম্পের সামনে রাস্তা পারাপারের সময় তাহমিদ সরকার (৮) নামে একটি শিশু ১০ চাকা বিশিষ্ট একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে। দূর্ঘটনায় নিহত তাহমিদ সরকার ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের মহদীপুর গ্রামের শামীম সরকারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহমিদ সরকার নানার মৃত্যুর সংবাদে পরিবারসহ(২৩ জুন) রবিবার নানার বাড়িতে আসে। বৃহস্পতিবার(২৭ জুন)সকাল আনুমানিক সাড়ে ৬ ঘটিকার দিকে মায়ের সাথে নানার কবর দেখতে গিয়ে ফুলবাড়ী হতে ছেড়ে আসা পাথর বোঝাইকৃত ১০ চাকা বিশিষ্ট একটি ট্রাক,বিরামপুর উপজেলার চাঁদপুর মৌজাস্হ আমির আলীর বসতবাড়ি সংলগ্ন মহাসড়ক পারাপারের সময় তাহমিদ সরকারকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করেন। এঘটনায় পরিবারটিতে একটি শোক কেটে না উঠতেই আরো একটি শোকের ছায়া নেমে আসে।
এবিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি সুব্রত কুমার সরকারের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, নিহতের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।