বিরামপুরে তিন ভাই-বোন পেলেন জিপিএ-৫
- আপডেট সময় : ০২:৫৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
- / ৩৮৪ বার পড়া হয়েছে
ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে সারা দেশব্যাপী প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ৩ ভাই বোন পেলেন জিপিএ-৫।
শুক্রবার (২৮ জুলাই ) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে একসঙ্গে ১ ভাই ও ২ বোন জিপিএ-৫ পেয়ে পুরো উপজেলায় আলোরন সৃষ্টি করেছেন। তাদের এ সফলতায় আনন্দিত বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগনসহ তার পরিবারের সদস্যরা। বিরামপুর উপজেলার ৭ নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চন্ডিপুর গ্রামের পিতা জোহানেস মুর্মু ও মা সোহাগীনি হাসদার ৩ ছেলে মেয়ে।তারা হলেন ১ ভাই লাসার সৌরভ মুর্মু ও ২ বোন মেরি মৌমিতা মুর্মু, মারতা জেনিভিয়া মুর্মু। তারা তিন ভাইবোন ২০০৬ সালে একই দিনে পৃথিবীর আলো দেখেন।বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর বিজ্ঞান বিভাগ থেকে এস এস সি পরীক্ষায় অংশ নেন।বাবা জোহানেস মুর্মু একটি বে-সরকারী সংস্থায় চাকরী করেন এবং মা সোহাগীনি হাসদা গৃহিনী তারা তাদের ৩ সন্তানের মধ্যে ছেলে লাসার সৌরভ মুর্মু ইঞ্জিনিয়ার, ও দুই মেয়েকে ডাক্তার বানানোর চেষ্টায় দিনরাত পরিশ্রম করেছেন।বাবা জোহানেস মুর্মু ও মা সোহাগীনি হাসদা তাদের এ সাফল্যে গর্বিত এই তিন সন্তানকে ঘিরে যে স্বপ্ন তাঁরা দেখেছেন সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সরকারের সহযোগিতা ও সবার দোয়া কামনা করেছেন।