বিরামপুরে দক্ষিণ লক্ষীপুর দয়ের পাড় ঈদগাহ মাঠের শুভ উদ্বোধন
- আপডেট সময় : ১১:৪৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
- / ৫০৮ বার পড়া হয়েছে
ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার দক্ষিণ লক্ষীপুর দয়ের পাড় এলাকায় ঈদগাহ মাঠের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৯ মে) সকাল ১১ ঘটিকার সময় দক্ষিণ লক্ষীপুর দয়ের পাড় গ্রামবাসীর আয়োজনে প্রাক্তন সিভিল সার্জন ডাঃ ইমার উদ্দিন কায়েস এর সভাপতিত্বে ঈদগাহ মাঠের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর পৌরসভার জননন্দিত মেয়র আক্কাস আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর, এরশাদ আলী কুয়েত প্রতিনিধি,ঢাকা। এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মেসবাউল হক, এলাকার বিশিষ্ট ব্যবসায়ীগন,সূধীগনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিরামপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডে দক্ষিণ লক্ষীপুর দয়ের পাড় গ্রামবাসীর ঈদের নামাজ আদায়ের জন্য কোন ঈদগাহ মাঠ ছিলনা। সভাপতি প্রাক্তন সিভিল সার্জন ডাঃ ইমার উদ্দিন কায়েস উক্ত গ্রামের তথা বিরামপুরের একজন কৃতি সন্তান। তিনি তার বসবাসকারী এলাকার মানুষের ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে ২৮ শতক জমি ঈদগাহ মাঠের জন্য এবং ১১ শতক জমি মাদ্রাসার জন্য দান করেন। দক্ষিণ লক্ষীপুর দয়ের পাড় গ্রামবাসীর ঈদের নামাজ একসাথে ঈদগাহ মাঠে এসে আদায়ের অনেক দিনের স্বপ্ন আজ পুর্ন হয়েছে।