বিরামপুরে ধান, চাল ও গম ক্রয়ের শুভ উদ্বোধন করেন শিবলী সাদিক এমপি
- আপডেট সময় : ০৫:৪২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
- / ৩২৮ বার পড়া হয়েছে
মোঃ ইব্রাহীম মিঞা,(বিরামপুর দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলায় সরকারিভাবে বোরো মৌসুমের ধান-চাল সংগহের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
বুধবার (২১মে) বেলা ১১ টায় উপজেলা খাদ্যগুদাম চত্বরে ২০২৪-২০২৫ অর্থ বছরে উপজেলায় ধান-চাল ক্রয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মইনুদ্দিন, খাদ্য পরিদর্শক লুৎফর রহমান, উপজেলা চাল-মেল মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, বিরামপুর উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সহ আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের অনেকে উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থ বছরে উপজেলায় ১ হাজার ৫ শত ৮১মে. টন ধান, ৪ হাজার ৭ শত ৪০ মে. টন চাউল এবং ২০ মে.টন গম সংগ্রহ করা হবে।প্রতি কেজি ধান ৩২ টাকা,প্রতি কেজি চাল ৪৫ টাকা এবং প্রতি কেজি গম ৩৪ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। ধান চাল সংগ্রহ অভিযান চলতি বছরের আগষ্ট মাস পর্যন্ত চলবে।