বিরামপুরে ধান মাড়াই কল উল্টে শ্রমিকের মৃত্যু
- আপডেট সময় : ০৬:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
- / ৪৯৬ বার পড়া হয়েছে
ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সন্জলপুর সড়কে ধান মাড়াই কল উল্টে ১ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে। গত শুক্রবার (২জুন)সকালে বিরামপুর উপজেলার ৩ নং খানপুর ইউনিয়নের সন্জলপুর গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে।
জানাগেছে, তাঁরা ৩ জন ধান মাড়াই কাজ শেষে সন্জলপুর হতে ঝগড়ুপাড়া গ্রামে আসার পথিমধ্য গাড়িটি দুর্ঘটনার শিকার হন। এলাকা বাসীর সহযোগিতায় আহত ৩ জন কে প্রাথমিক চিকিৎসার জন্য বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।আহতরা হলেন বিরামপুর উপজেলা ৩ নং খানপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ঝগড়ুপাড়া গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে মফিজুল ইসলাম(৫৫),মোঃ আকবর আলির ছেলে রেজাউল করিম রেজা (২৮) এবং মৃত নজির উদ্দিন মুন্সীর ছেলে আব্দুল লাহেল ওয়াফি (৫০)।মৃত নজির উদ্দিন মুন্সীর ছেলে আব্দুল লাহেল ওটয়াফি মঙ্গলবার(৬ জুন)রাত ১১ টায় রমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।জানাগেছে,গাড়ি থেকে মেশিনের গরম পানি তাঁর শরিরে পরে কোমড় থেকে পা পর্যন্ত পুড়ে যায়।