বিরামপুরে নবাগত ইউএনও’র যোগদান

- আপডেট সময় : ১০:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- / ৪২৮ বার পড়া হয়েছে

ইব্রাহীম মিঞা বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা পরিষদ প্রশাসক ইউএনও (নির্বাহী অফিসার) এর বদলি জনিত বিদায় ও নবাগত ইউএনওর (নির্বাহী অফিসার) এর যোগদান সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবারে (৮ জুন) সন্ধ্যায় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পদে নুজহাত তাসনীম আওন উপজেলা নির্বাহী কার্যালয়ে এসে যোগদান করেন এবং বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের কাছ থেকে দ্বায়িত্ব বুঝে নেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সহকারী (ভূমি) কমিশনার মুরাদ হোসেন, বিরামপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু এবং উপজেলার বীরমুক্তিযোদ্ধাগন সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। নবাগত ইউএনও নুজহাত তাসনীম আওন কে ফুলের স্বাগতম (সংবর্ধনা) প্রদান এবং শুভেচ্ছা বিনিময় করেন।
নবাগত ইউএনওকে সবার সাথে পরিচয় করিয়ে দেন বিদায়ী ইউএনও পরিমল কুমার সরকার। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে তার নতুন কর্মস্থলে সঠিকভাবে দ্বায়িত্ব পালন করতে পারেন।
এদিকে বিরামপুর উপজেলার নবাগত ইউএনও নুজহাত তাসনীম আওন উপজেলার সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে ও দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন