বিরামপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
- আপডেট সময় : ১১:৪৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
- / ৩৩০ বার পড়া হয়েছে
মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
“তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিনাজপুরের বিরামপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
রবিবার ২জুন সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের হয়ে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা চিকিৎসক সুধীজন সাংবাদিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একাডেমিক সুপারভাইজার আঃ সালামের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন। এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী, বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম ইলিয়াস, মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের আলী মন্ডল, বিরামপুর আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহেরা খাতুন কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা তামাকের বিভিন্ন ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন।