বিরামপুরে ভারতীয় নিষিদ্ধ ৮০ পিস ফেন্সিগ্রিপসহ আটক -১
- আপডেট সময় : ০৬:৪১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
- / ৪৪১ বার পড়া হয়েছে
ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর দিওড় ইউনিয়নের ধানগড়া গ্রামে বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ভারতীয় ফেন্সিগ্রিপ ৮০ পিস উদ্ধারপূর্বক ১ জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।
রবিবার (১৩ই আগস্ট) ভোর ৪:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকারের দিক নির্দেশনায় বিরামপুর থানার এস আই তুহিন বাবু,এএসআই তবিবর,এএসআই স্বপন চন্দ্র ও সঙ্গীয় ফোর্স বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের ধানগড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানে দিওড় ইউনিয়নের ধানগড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোঃ ইলিয়াস হোসেন (৪১)কে ভারতীয় নিষিদ্ধ ফেন্সিগ্রিপ ৮০ পিস উদ্ধার পূর্বক হাতেনাতে আটক করা হয়। এবিষয়ে বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার।