বিরামপুরে ভেজাল কীটনাশক জব্দ :ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

- আপডেট সময় : ০২:২৭:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- / ৩২০ বার পড়া হয়েছে

ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে ভেজাল কীটনাশক ও মানবদেহের জন্য ক্ষতিকর অবৈধ পানীয় বিক্রয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের কাটলা হাটের মেসার্স মা বাবা এন্টারপ্রাইজ এর দোকানে অভিযান চালিয়ে অনুমোদনবিহীন ভেজাল কীটনাশক জব্দ করা হয়েছে। ভেজাল দ্রুব্যসামগ্রী দোকানে সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে মো: রিয়াজুল ইসলাম রাজুকে বালাইনাশক (পেস্টিসাইডস) আইন, ২০১৮ এর ধারা ২৯(২) অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এছাড়াও কাটলা ইউনিয়নের শৈলান মোড়ে বাড়ির পাশের পুকুর পাড় থেকে ১০০ বোতল ‘টাচ ফ্রুট সিরাপ’ নামক অনুমোদনবিহীন ক্ষতিকর পানীয় জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) জনাব মুরাদ হোসেন। তাকে সহযোগিতা করেন উপজেলা কৃষি দপ্তরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াসসহ বিরামপুর থানা পুলিশ।