বিরামপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:১৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ৩৪৭ বার পড়া হয়েছে
ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ ঘটিকায় বিরামপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এর সঞ্চালনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিরামপুর পৌরসভার মেয়র আক্কাস আলী, দিনাজপুর ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম, বিরামপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল মেজবা, বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা মৎস কর্মকর্তা কাওসার হোসেন, বিরামপুর রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত রায়,বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিশির কুমার, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, বিরামপুর বিজিবি বিশেষ ক্যাম্পের আকতার হোসেন, ভাইগর ক্যাম্পের হাবিলদার আঃমতিন, বিরামপুর হাজী হোটেলের প্রোপাইটার বেলাল মল্লিক,খানছা হোটেলের প্রতিনিধিসহ অনেকে।
বক্তারা বলেন, ভোক্তার অধিকার রক্ষায় দেশে আইন প্রণয়নের পর ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এই আইন সম্পর্কে জনসচেতনতা আরো বৃদ্ধি পেলে ভোক্তার অধিকার সংরক্ষণ সহজ হবে। আইন কেবল শাস্তি দেওয়ার জন্য নয় বরং অবৈধ কাজ থেকে সবাইকে দূরে রাখার একটি প্রচেষ্টা। ভেজাল খাদ্যপণ্য গ্রহণের ফলে মানবদেহে বহুবিধ রোগের সৃষ্টি হয়।খাবারে কৃত্তিম রং ও ক্ষতিকর রাসায়নিক মেশানো যাবে না। পণ্যের মোড়কে উল্লিখিত মেয়াদ ও মূল্যে কোন রকম কারচুপি করা দন্ডনীয় অপরাধ।এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ জনপ্রতিনিধিদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।