বিরামপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:২৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ৩৩৩ বার পড়া হয়েছে

ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) দুপুর ১২.৩০ ঘটিকায় বিরামপুর উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এর সঞ্চালনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বিরামপুর পৌরসভার মেয়র আক্কাস আলী, বিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল মেজবা, বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার।এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর বিরামপুর রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত রায়,বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিশির কুমার, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনসহ আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা কমিটিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এবং উপজেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।