বিরামপুরে রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্তকরন

- আপডেট সময় : ০৩:৪৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- / ৩৭৮ বার পড়া হয়েছে

ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৩-২৪ অর্থবছরের ৩৭০ কেজি পোনা মাছ অবমুক্ত করার লক্ষ্যে বিরামপুর উপজেলার ছোট যমুনা নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) সকালে বিরামপুর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে পৌরসভার ঘাটপাড় ব্রিজের নিচে ছোট যমুনা নদীতে ৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর পৌরসভার মেয়র আক্কাস আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল মেজবা, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, মৎস চাষে স্বর্ণ পদক প্রাপ্ত আবু সালেহ তারেকসহ অনেকে।পোনামাছগুলির মধ্যে, রুই,কাতলা, মৃগেল জাতীয় সহ আরো বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।