বিরামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
- / ৩৫৬ বার পড়া হয়েছে
ইব্রাহীম মিঞা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২৩ পালন করা হয়।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১.৩০ ঘটিকায় বিরামপুর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, সহকারী কমিশনার (ভুমি) মুরাদ হোসেন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাউল হক,সাবেক অধ্যক্ষ শিশির কুমার সরকার, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, মৎস কমকর্তা কাওসার আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মণ্ডল, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী প্রমুখ।১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের জন্য দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া (মোনাজাত) করা হয়।