বিরামপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার ছাত্রী নিহত আহত ১

- আপডেট সময় : ০৬:২৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৪৫ বার পড়া হয়েছে

ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে ফুফাতো ভাইয়ের সাথে মাদ্রাসায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জান্নাতুন নাইমা নামে এক মাদ্রাসার ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৯ ঘটিকার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে বিরামপুর (হিলি) হাকিমপুর সড়কে মোটরসাইকেল ও জমি চাষে ব্যবহৃত ট্রাক্টরের সাথে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজারের পাউশগাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত জান্নাতুন নাঈমা(৮) বিরামপুর উপজেলার ৪ নং দিওড় ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বেলখুড়িয়া গ্রামের মোজাম্মেল হকের দ্বিতীয় সন্তান।সে হাকিমপুর উপজেলার পাউশগাড়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।আহত মনিরুজ্জামান (৩০) একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।আহত মনিরুজ্জামানের অবস্থা গুরুতর হওয়ায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ট্রাক্টরকে অভার টেক করার সময় এ দূর্ঘটনা ঘটে। এ বিষয়ে মুঠোফোনে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েমের সাথে কথা বললে তিনি জানান,হাকিমপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের সূরত হাল শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।