বিরামপুরে সমিল থেকে বনের চোরাই গাছ উদ্ধার
- আপডেট সময় : ০৭:৫৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / ৩৩৭ বার পড়া হয়েছে
বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার সোটাপির কাচারী নামক এলাকায় ইস্তামুল হোসেনের সমিল থেকে বনের আকাশমনি গাছের ২ ভ্যান বোঝাই গোলাই কাঠ উদ্ধার করেছে চরকাই রেঞ্জ অফিস।
শনিবার (২৩ মার্চ) আনুমানিক দুপুর ২ ঘটিকায় বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের সোটাপির কাচারী মাঠের ধারে কাঠ ব্যাবসায়ী ইস্তামুল হোসেনের ক্রয়কৃত গাছের গোলাইয়ের মধ্যে বনের চোরাই আকাশমনি গাছের ২ ভ্যান গাছের গোলায় উদ্ধার করেছে চরকাই রেঞ্জ অফিস।এবিষয়ে সমিলের মালিক ও কাঠ ব্যাবসায়ী ইস্তামুল হোসেন বলেন আমি জোহরের নামাজ পড়তে গিয়েছিলাম নামাজ পড়ে এসে দেখি কে বা কাহারা আমার ক্রয়কৃত গাছের গোলায় এর মধ্যে বনের আকাশমণি গাছের দুই ভ্যান গোলায় রেখে গেছে।
এ বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনকে অবগত করা হলে তিনি বিরামপুর রেঞ্জ কর্মকর্তাকে বিষয়টি দেখতে বলেন।বনের চোরাই গাছের খবর পেয়ে বিরামপুর চরকায় রেঞ্জ কর্মকর্তা অফিসের সহকারী বাবুল হোসেনকে ঘটনাস্থলে পাঠালে তিনি উপস্থিত হয়ে বোনের আকাশমনি গাছের চোরাই কাঠ হিসেবে ১২টি গোলায় নিশ্চিত করে সেগুলো উদ্ধার করে বিরামপুর রেঞ্জ অফিসের হেফাজতেনেন।
এবিষয়ে বিরামপুর চরকাই রেঞ্জ অফিসার ইনচার্জ নিশিকান্ত মালাকারের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান,বোনের চোরাই গাছ সমিল মালিক ও কাঠ ব্যবসায়ী ইস্তামুল হোসেনের নিকট পাওয়া গেছে সেহেতু এর সাথে কে বা কাহারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে দিনাজপুর বন আদালতে মামলা করা হবে।