বিরামপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলতাফুজ্জামান মিতা

- আপডেট সময় : ০৩:৫৫:২০ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
- / ৩২০ বার পড়া হয়েছে

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট,হাকিমপুর) উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৬ আসনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা বিরামপুর ও নবাবগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
শনিবার (২১ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় বিরামপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।মতবিনিময় সভায় বিরামপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজুর সঞ্চালনায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট,হাকিমপুর) উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৬ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ৭৫ পরবর্তী দঃসময়ে কারা-নির্যাতিত তৃণমূল থেকে উঠে আসা সাবেক ছাত্রনেতা সময়ের সাহসী ও পরিচ্ছন্ন রাজনৈতিক রাজপথের প্রতিবাদী কন্ঠস্বর দিনাজপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জেলা ১৪ দলের সমন্বয়ক সংগ্রামী জননেতা আলতাফুজ্জামান মিতা বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট,হাকিমপুর)উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৬) আসনের দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে সকলের সহযোগিতা চান।
তিনি বলেন, সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছি। এলাকার অধিকাংশ দলীয় জনপ্রতিনিধি ও নেতাকের্মী আমার সাথে আছেন। আশা করি আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমার কাজের মুল্যয়ন করবেন। এমপি হতে পারলে সবাইকে নিয়ে অবহেলিত জনপদটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো।