বিরামপুরে সিনিয়র টি-২০ ক্রিকেট লীগের খেলোয়াড় বন্টন ও নিলাম অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৪০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
- / ৩৩৩ বার পড়া হয়েছে
মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে সিনিয়র টি-২০ ক্রিকেট লীগের খেলোয়াড় বন্টন ও নিলাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৭.০০ ঘটিকায় বিরামপুর ঐতিহ্যবাহী আনসার মাঠ প্রাঙ্গনে লিজেন্ড টুর্নামেন্ট কমিটির আয়োজনে বিশিষ্ট ধারা ভাষ্যকার সামসুল আলম এর সঞ্চালনায় বিরামপুর সিনিয়র টি-২০ ক্রিকেট লীগের সভাপতি আবু আসলাম বাবুর সভাপতিত্বে খেলোয়াড়দের বন্টন ও নিলাম অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিরামপুর পৌরসভার মেয়র আক্কাস আলী।
এসময় আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওবায়দুল মিনহাজ,বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত্য ঘোষ অপু। বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুশফিকুর রহমান লিটন, বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোজাফফর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন,সিনিয়র টি-২০ ক্রিকেট লীগের টাইটেল স্পন্সর মেসার্স তানিম স্যানেটারীর স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম তানিম,বিরামপুর সিনিয়র টি-২০ ক্রিকেট লীগের ৮ টি টিমের টিম মালিকগণ। মেয়র স্পেশাল কমান্ডো টিমের টিম মালিক জীবন ,SHAIKH sports টিমের টিম মালিক নাছির উদ্দিন খন্দকার লিটন ও শাহিন কাদির,MR Treaders টিমের টিম মালিক মেজবাউল আলম লাইজু, GHATPAR FIGHTERS টিমের টিম মালিক খাইরুল আলম সবুজ,N BROTHERS dessert fighters টিমের টিম মালিক ইস্তামুল হক, HEROES OF HSK টিমের টিম মালিক রিপন, চাংপাই এন্ড সোনালী স্বপ্ন ফাইটার্স টিমের টিম মালিক চাংপাই এন্ড চাইনিজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোর্শেদ মানিক এবং PA WARRIORS টিমের টিম মালিক লিটন।
আনন্দ উৎসব মুখর পরিবেশে খেলোয়াড় বন্টন ও নিলাম অনুষ্ঠিত হয়। প্রত্যেক টিম মালিকগণ ১৫ জন করে খেলোয়াড় লটারির মাধ্যমে ১৫টি ক্যাটাগরি থেকে ১টি করে খেলোয়াড় পাবেন। বিরামপুর সিনিয়র টি-২০ ক্রিকেট লীগে ১২০ জন খেলোয়াড় ৫০০/টাকা করে রেজিস্ট্রেশন করেছেন।৩০ থেকে ৩৪ বছরের মধ্যে রেগুলার খেলাধূলার সাথে সম্পৃক্ত নয় এমন ২৪ জন খেলোয়াড় এবং ৩৫ থেকে ৮০ এর মধ্যে ৯৬ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেন।১৫টি ক্যাটাগরিতে ১২০ জন খেলোয়াড়ের মধ্য থেকে ৮ টি টিম লটারির মাধ্যমে ১৫টি করে খেলোয়াড় তাদের টিমে অন্তর্ভুক্ত করেন।