সংবাদ শিরোনাম ::
বিরামপুরে ৯০ পিচ ভারতীয় নেশা জাতীয় এ্যাম্পল ইনজেকশনসহ ২ জন আটক

নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৬:১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
- / ৪২৩ বার পড়া হয়েছে

ইব্রাহীম মিঞা, বিরামপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুরে ৯০ পিচ ভারতীয় নেশা জাতীয় এ্যাম্পল ইনজেকশনসহ ২ জনকে আটক করে বিরামপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১মে) বিরামপুর থানা পুলিশের অফিসার এসআই/মোঃ মিজানুর রহমান ও সঙ্গীয় অফিসার ফোর্স এর বিশেষ অভিযানে বিরামপুর-নবাবগঞ্জ গামী পাকা রাস্তার উপর হতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার তিলকপুর গ্রামের মৃত সুলাইমান আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৩) এবং মৃত আজিজার রহমানের ছেলে শরীফ (৩৫) কে ৯০ পিচ ভারতীয় নেশা জাতীয় এ্যাম্পল ইনজেকশনসহ আটক করে বিরামপুর থানা পুলিশ।
এই ঘটনায় বিরামপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত। অভিযান চলমান আছে। সুনির্দিষ্ট তথ্য দিন সেবা নিন।