বিরামপুর পৌরসভা পরিদর্শনে পরিচালক, উপসচিব (পরিবীক্ষণ ও মূল্যায়ন)

- আপডেট সময় : ০২:৪৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / ৩৬৩ বার পড়া হয়েছে

ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভা পরিদর্শন করেছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের,পরিচালক, উপসচিব (পরিবীক্ষণ ও মূল্যায়ন) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান।
রবিবার (২৮ মে) বেলা ১১ টার দিকে বিরামপুর পৌরসভা সরেজমিন পরিদর্শনে আসেন তিনি। এ সময় পৌরসভার মেয়র আক্কাস আলী ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী জনাব আবু হেনা মোস্তফা কামালসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বেলা সাড়ে ১১ টার সময় তিনি বিরামপুর পৌরসভা এলাকায় গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে ও পৌর এলাকায় সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপন শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ক বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর অর্থায়নে বসানোর স্যোলার প্যানেল গুলো দেখতে মাঠ পর্যায়ে যান। এবং সোলার প্যানেল গুলো দেখে সন্তস প্রকাশ করে তিনি বলেন, কাজের মান অত্যন্ত ভাল, এভাবে কাজ করলে বিরামপুর পৌরসভা অবশ্যই মডেল পৌরসভায় রুপান্তরিত হবে।