বিরামপুর সরকারি কলেজের ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এমপি শিবলী সাদিক

- আপডেট সময় : ১১:৫২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
- / ৩৯৬ বার পড়া হয়েছে

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজের ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (১ জুন) রাত ৮ ঘটিকায় বিরামপুর সরকারি কলেজের আয়োজনে কলেজের অধ্যক্ষ রুমে কেক কেটে কলেজের ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আদিত্য ঘোষ অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য দিনাজপুর-৬ জনাব মোঃ শিবলী সাদিক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুজহাত তাসনীম আওন উপজেলা নির্বাহী অফিসার,মোঃ মুরাদ হোসেন সহকারী কমিশনার ভূমি,সুমন কুমার মহন্ত অফিসার ইনচার্জ বিরামপুর থানা। এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর সরকারি কলেজ পরিবারের শিক্ষকবৃন্দ,কর্মচারীসহ অনেকে।
বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ১৯৬৪ সালে ০১ জুলাই সবার ঐকান্তিক প্রচেষ্টায় বিরামপুর সরকারি কলেজে প্রতিষ্ঠিত হয়।প্রতিষ্ঠাকালে যাঁরা জমি,অর্থ মেধা ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন কলেজ পরিবার তাঁদের প্রতি চির কৃতজ্ঞ। বিরামপুর সরকারি কলেজ পরিচালনায় এবং কলেজটি সরকারিকরণে এবং সার্বিক উন্নয়নে প্রতিটি মূহুর্তে পাশে থাকায় কৃতজ্ঞতা দিনাজপুর-৬ আসনের উন্নয়নের কান্ডারী শিবলী সাদিক এমপি মহোদয়ের প্রতি। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়,সাবেক অধ্যক্ষ,জ্যেষ্ঠ স্যারদের ও প্রাক্তন শিক্ষার্থীদের পরামর্শ,শুভানুধ্যায়ী অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি।