বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মেলেনি সাপে কাটা রোগীর টিকা
- আপডেট সময় : ০২:০৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৭৩ বার পড়া হয়েছে
ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে রিয়াদ বাবু (১২) নামের এক শিশুকে সাপে কামড় দিলে চিকিৎসার জন্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে অ্যান্টিভেনম টিকা না থাকায় দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ ঘটনায় শিশুর পরিবার সাংবাদিকের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন। বিরামপুর উপজেলার সাথে পাশের উপজেলাগুলোর যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় অনেকেই বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসামূখী হন । কিন্তু জেলা শহর থেকে এ উপজেলার দুরত্ব বেশি হওয়ার পরেও এখানে সাপে কাটা রোগীর টিকা নাই।
গতকাল রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিরামপুরে বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে রিয়াদ বাবু সাপের কামড়ে আক্রান্ত হয়। সাপের কামড়ে আক্রান্ত রিয়াদ বাবু পৌরসভার ২ নং ওয়ার্ডের চকপাড়া শাহিন পুকুর এলাকার আসাদুল ইসলামের ছেলে। সাপের কামড়ে আক্রান্ত রিয়াদ বাবুর ক্ষত স্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হলে চিকিৎসার জন্য বিরামপুর ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নেওয়া হয়। কিন্তু হাসপাতালে সাপে কামড়ানো রোগীর প্রতিষেধক টিকা (অ্যান্টিভেনম)নেই। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহাবুবুর রহমান ডলার আক্রান্ত রিয়াদ বাবুকে প্রয়োজনীয় সেবা দিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।