বেনজীরের সম্পত্তি ক্রোক নিয়ে সরকারের দেওয়া বক্তব্য ‘লোক দেখানো’
- আপডেট সময় : ০৮:৫৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- / ৩৫২ বার পড়া হয়েছে
সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোক নিয়ে সরকারের দেওয়া বক্তব্য ‘লোক দেখানো’ বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় ‘বেনজীর আহমেদ দেশে নেই’ শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত খবর তুলে ধরে এ মন্তব্য করেন তিনি। সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভা হয়।
তিনি বলেন, পত্রিকায় দেখলাম বেনজীর চলে গেছে… হি লেফট দ্য কান্ট্রি। মে মাসের ৪ তারিখ সপরিবারে চলে গেছে। যাওয়ার আগে তার অ্যাকাউন্টগুলো সে খালি করে গেছে, ফিক্সড অ্যাকাউন্টগুলো… সেখানে ৬০ কোটি টাকার মতো যেটা পত্রিকায় এসেছে… হয়ত আরও বেশি হতে পারে।
মির্জা ফখরুল বলেন, আমার প্রশ্ন সে কীভাবে গেল? এই যে সরকার বলল, তার সম্পত্তি আমরা ক্রোক করছি.. আদালত থেকে বলল, দুদক থেকে মামলা করেছে…. তাকে কোথাও যেতে দেওয়া হবে না… এসব বলা হলো। তাহলে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে কীভাবে চলে গেল… সরকারের চোখের নাকের ওপর দিয়ে।