ভারতের পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে হিলি আমদানি রফতানি বন্ধ
- আপডেট সময় : ০২:৩০:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ৫৪১ বার পড়া হয়েছে
হাকিমপুর (হিলি) প্রতিনিধি
ভারতের আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ৮ জুলাই শনিবার (১দিন) দিনাজপুরের হিলি বন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে ইমিগ্রেশন চেকপোস্টে দিয়ে।
শুক্রবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি জানান, ভারতের আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ৮ জুলাই শনিবার হিলি বন্দরে ভারত পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলীপ সরকার স্বাক্ষরিত পত্রের মাধ্যমে আমাদের বিষয়টি নিশ্চিত করেছেন। পত্রে উল্লেখিত বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি আরও জানান আগামী ৯ জুলাই রবিবার থেকে আবারও দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে।
হিলি বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ বলেন, ভারতের আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ১ দিন বন্দর দিয়ে ভারত থেকে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের অভ্যান্তরিন কার্যক্রম স্বাভাবিক থাকবে। আগামী ৯ জুলাই রবিবার থেকে বন্দরের আমদানি রফতানিসহ সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে।
এদিকে, হিলি ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ ওসি শেখ আশরাফুল জানান, ভারতের আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।