সংবাদ শিরোনাম ::
মহাবিপদ সংকেতেও ঢাকায় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১২:৫৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
- / ৩৩২ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র দেশের পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কিন্তু ভিন্ন অবস্থা দেখা গেছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায়। সকাল থেকে রোদ আর ভ্যাপসা গরমে এখনও অস্বস্তিকর পরিবেশের মধ্যে রয়েছেন মানুষজন।
রোববার (২৬ মে) সরেজমিনে দেখা গেছে- রাজধানীর নিউমার্কেট, ধানমন্ডি, আগারগাঁও, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট এলাকায় রৌদ্রোজ্জ্বল পরিবেশ বিরাজ করছে। একইসঙ্গে ভ্যাপসা গরমও অনুভব করা গেছে।
সাধারণ মানুষজন বলছেন, অন্যান্য সময় নিম্নচাপ কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢাকার পরিবেশের পরিবর্তন হলেও এখনও তেমন কোনও পরিবর্তন লক্ষ্য যাচ্ছে না।