ঢাকা ০১:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মাদ্রাসা সুপারকে মারপিটে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
  • / ৩৯০ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

পূর্ব শত্রুতার জের ধরে মারপিটে গুরুতর আহত করার প্রতিবাদে গত শনিবার বিকালে মহিপুর হাসপাতাল সংলগ্ন স্থানে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন পাঁচবিবি উপজেলার কুয়াতপুর জিন্নাতিয়া দাখিল মাদ্রাসার সুপার আ.ন.ম আব্দুল মান্নান।

লিখিত বক্তব্য তিনি বলেন, গত ১৩ই মে মাদ্রাসায় মানোনয়নকৃত সভাপতি মহির উদ্দিন মন্ডলের অভিষেক অনুষ্ঠানে যাওয়ার পথে এনামুল হকের নির্দেশে কতিপয় সন্ত্রাসীরা সাইকেল দিয়ে আমাদের রাস্তায় বেরিকেট দেয়। পরে তারা আমাকে ও আমার সহযোগী শাহাজান আলীকে রড এবং স্টীলের পাইপ দিয়ে এলোপাথারি মারপিট করে আমাদের হাত-পা ও মাথা ফাটিয়ে মারাত্মক জখম করে এবং প্রাণ নাশের হুমকি দেয়।

তিনি আরো বলেন, ইতিপূর্বে এনামুল হক এই মাদ্রাসায় ২০২১ সালের জুলাই মাসে সভাপতি পদে দায়িত্ব পালন করে। ওই সময় তিনি ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় আশরাফ আলী ও মান্নান সহ ৩জন এডহক কমিটির ক্ষমতা বলে আমাকে অবৈধভাবে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় আপিল এন্ড আরবিটিসন মামলা করে। পরে এ মামলা খারিজ হয়ে যায়। পরে তারা আমার ভুয়া রিজাইন পত্র দাখিল করে। কতৃপক্ষ তদন্তে ওই রিজাইন পত্রটিও ভুয়া হিসাবে প্রমাণিত হয়।

মাদ্রাসা শিক্ষাবোর্ড মাদ্রাসা পরিচালনার স্বার্থে গত ৭ই মে জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্যের সুপারিশে তার মনোনিত সভাপতি নির্বাচিত করে মাদ্রাসা শিক্ষাবোর্ড প্রজ্ঞাপন জারি করে। এ ঘটনায় অভিষেক অনুষ্ঠানে আয়োজন করা হয়। এরি প্রেক্ষিতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর আক্রমন চালায়। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে মুঠোফোনে এনামুল হকের সাথে কথা বললে তিনি জানান, নিয়োগ সংক্রান্ত জেরে তার সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। আমার নামে হামলার অভিযোগ সম্পূর্ন মিথ্যা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদ্রাসা সুপারকে মারপিটে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১১:৪৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩

দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

পূর্ব শত্রুতার জের ধরে মারপিটে গুরুতর আহত করার প্রতিবাদে গত শনিবার বিকালে মহিপুর হাসপাতাল সংলগ্ন স্থানে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন পাঁচবিবি উপজেলার কুয়াতপুর জিন্নাতিয়া দাখিল মাদ্রাসার সুপার আ.ন.ম আব্দুল মান্নান।

লিখিত বক্তব্য তিনি বলেন, গত ১৩ই মে মাদ্রাসায় মানোনয়নকৃত সভাপতি মহির উদ্দিন মন্ডলের অভিষেক অনুষ্ঠানে যাওয়ার পথে এনামুল হকের নির্দেশে কতিপয় সন্ত্রাসীরা সাইকেল দিয়ে আমাদের রাস্তায় বেরিকেট দেয়। পরে তারা আমাকে ও আমার সহযোগী শাহাজান আলীকে রড এবং স্টীলের পাইপ দিয়ে এলোপাথারি মারপিট করে আমাদের হাত-পা ও মাথা ফাটিয়ে মারাত্মক জখম করে এবং প্রাণ নাশের হুমকি দেয়।

তিনি আরো বলেন, ইতিপূর্বে এনামুল হক এই মাদ্রাসায় ২০২১ সালের জুলাই মাসে সভাপতি পদে দায়িত্ব পালন করে। ওই সময় তিনি ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় আশরাফ আলী ও মান্নান সহ ৩জন এডহক কমিটির ক্ষমতা বলে আমাকে অবৈধভাবে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় আপিল এন্ড আরবিটিসন মামলা করে। পরে এ মামলা খারিজ হয়ে যায়। পরে তারা আমার ভুয়া রিজাইন পত্র দাখিল করে। কতৃপক্ষ তদন্তে ওই রিজাইন পত্রটিও ভুয়া হিসাবে প্রমাণিত হয়।

মাদ্রাসা শিক্ষাবোর্ড মাদ্রাসা পরিচালনার স্বার্থে গত ৭ই মে জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্যের সুপারিশে তার মনোনিত সভাপতি নির্বাচিত করে মাদ্রাসা শিক্ষাবোর্ড প্রজ্ঞাপন জারি করে। এ ঘটনায় অভিষেক অনুষ্ঠানে আয়োজন করা হয়। এরি প্রেক্ষিতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর আক্রমন চালায়। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে মুঠোফোনে এনামুল হকের সাথে কথা বললে তিনি জানান, নিয়োগ সংক্রান্ত জেরে তার সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। আমার নামে হামলার অভিযোগ সম্পূর্ন মিথ্যা।