মুক্তাগাছায় সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৫১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / ৪৫৫ বার পড়া হয়েছে
মোঃ সায়েদুজ্জামান, মুক্তাগাছা
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নন্দীবাড়িস্থ অডিটোরিয়ামে বাল্যবিবাহ, মাদক,চুরি ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুক্তাগাছা পৌরসভার ৩নং বিট ও কমিউনিটি পুলিশিং আয়োজিত উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ। স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান এর সভাপতিত্বে উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মুক্তাগাছা এপি’র সিনিয়র ম্যানেজার মিস্টার সেবাস্তিয়ান পিউরিফিকেশন, ম্যানেজার নম্রতা হাউই।
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে বক্তারা বাল্যবিবাহ, মাদক, চুরি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকান্ড নির্মূলে আলেম-উলামা, মাশায়েখ, জনপ্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, মিডিয়া ব্যক্তিত্ব সহ সকল স্তরের মানুষকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসন ও এনজিও কর্মকর্তা,ভুক্তভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। দুল্লা ইউনিয়নের গয়েশপুর, চাঁনপুর, হরিরামপুর, চলছে অবাধে গাজা, মদ ও হিরোইন ব্যবসা। উক্ত বিষয়ে সহজেই জামিন পাওয়ার কারণে দিন দিন বৃদ্ধি পাচ্ছে আসক্ত ও বিক্রেতার সংখ্যা।