মেদুয়ারীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা

- আপডেট সময় : ০৫:০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / ৩২৮ বার পড়া হয়েছে

আবু ইউসুফ, ভালুকা ময়মনসিংহ সংবাদদাতা
স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয় এই প্রতিপাদ্য সামনে রেখে, ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এই স্লোগানে।
মঙ্গলবার ময়মনসিংহের ভালুকা উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়ন ভূমি অফিস আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউপি ভূমি অফিসের উপ সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ভূমি সেবা গ্রহণকারী মোহাম্মদ স্বপন মিয়া, মোঃ মিজানুর রহমান, আজিজুল হক প্রমুখ।
আলোচনা সভায় আমিনুল ইসলাম বলেন, ভূমি সংক্রান্ত যেকোন সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দেওয়ার লক্ষে সরকার কাজ করে চলেছে। মানুষ নিজ এলাকায় বসেই অনেক সেবা পাচ্ছে। এই সেবা যাতে আরো সহজিকরণ করা যায় সে উদ্দেশ্যে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান । গত সোমবার থেকে শুরু হওয়া এই সেবা সপ্তাহ চলবে আগামী ২৮ মে পর্যন্ত।