মেয়ের মৃত্যুর শোকে মায়ের মৃত্যু

- আপডেট সময় : ০৯:২৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
- / ৩৩৯ বার পড়া হয়েছে

মোঃনাজমুল হোসেন বিজয়, বরগুনা
বরগুনার পাথরঘাটায় রাফিয়া নামে তিন মাস বয়সি সন্তানের মৃত্যুর শোকে মা তন্বী বেগমেরও মৃত্যু হয়েছে।
বুধবার (৫ জুলাই) রাতে রাফিয়া ও বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে মা তন্বী বেগমের মৃত্যু হয়। মা ও সন্তানের জানাজা শেষে বিকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার কালমেঘা ইউনিয়নের উত্তর কুপধন এলাকায়। মৃত তন্বী বেগম একই এলাকার করম পহলানের ছেলে রিয়াজ পহলানের স্ত্রী। রাফিয়া রিয়াজ-তন্বী দম্পতির প্রথম সন্তান ছিল।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম মোস্তফা বলেন, ৪ জুলাই রাফিয়ার জ্বর হলে বরগুনার একজন শিশু বিশেষজ্ঞকে দেখানো হয়। তারপর সে কিছুটা সুস্থ হয়। কিন্তু ফের তার জ্বর বাড়ে। এরপর ৫ জুলাই সন্ধ্যার দিকে বেশি অসুস্থ হলে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাফিয়ার মৃত্যু হয়।
তিনি বলেন, আজ সকালে রাফিয়ার মরদেহের কাছে গিয়ে মা তন্বী বেগম মাটিতে লুটিয়ে পড়েন। মায়ের অবস্থা খারাপ দেখে চিকিৎসক ডেকে আনার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়।