মেহেন্দিগঞ্জের আলীমাবাদে নৌকা মার্কার নির্বাচনী অফিসে আগুন

- আপডেট সময় : ০৩:২০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
- / ৩৪৬ বার পড়া হয়েছে

মোঃ মশিউর রহমান সুমন, মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
চ্যানেল স্টারের অনুসন্ধানে জানা যায়, শুক্রবার গভীর রাতে আলীমাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নৌকা মার্কার নির্বাচনী অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা।প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থী শেখ শহিদুল ইসলাম এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ ইমরান হোসেন বাপ্পি।
এ ঘটনার ওই ইউনিয়নের একজন আওয়ামীলীগ সমর্থিত কর্মী বলেন, প্রতিদিন গভীর রাত পর্যন্ত মোটরসাইকেল মহড়া দিয়ে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করছে বিদ্রোহী প্রার্থী শেখ শহিদুল ইসলাম। এবং নৌকা মার্কার কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। নৌকায় ভোট দিলে সমস্যা হবে বলে হুমকি দিচ্ছে তারা।
এদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ ইমরান হোসেন বাপ্পি বলেন, প্রশাসন তাদের সঙ্গে বিরোধী দলের মতো আচরন করছে। আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের হুমকির কথা প্রশাসনে জানালেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না।
এদিকে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, যেহেতু গভীর রাতে ঘটনা ঘটেছে। তাই কারা এর সাথে জড়িত তা সনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে, এবং পুলিশ জরিতদের আটকের চেষ্টা করছে।