মেহেন্দিগঞ্জের উলানিয়ায় মেঘনা নদীতে বলগেটের চাপায় ১ জেলে নিহত

- আপডেট সময় : ০৩:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৩৮ বার পড়া হয়েছে

মোঃ মশিউর রহমান সুমন
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের মেঘনা নদীতে বলগেটের চাপায় ১ জেলে নিহতের ঘটনা ঘটেছে।
এলাকাবাসীর সুত্রে জানা যায়, রোববার (৩ সেপ্টেম্বর) প্রতিদিনের ন্যায় মেঘনা নদীতে মাছ শিকারে যান উলানিয়া ইউনিয়নের বাসিন্দা মোঃ ফরহাদ হোসেন (২৪) এসময় অপরদিক থেকে আসা মা বাবার দোয়া নামক বলগেটটি তার জেলে নৌকাসহ চাপা দেয়। এসময় মাছ ধরা নৌকাটি তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। বর্তমানে ঘাতক বলগেটটি আটক রয়েছে বলে জানা যায়। তার মৃত্যুতে স্থানীয় জেলেদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
এদিকে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম বলেন, বর্তমানে মা বাবার দোয়া নামক বলগেটিট আটক রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।