মেহেন্দিগঞ্জের চরএককরিয়া ইউনিয়নে অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন
- আপডেট সময় : ০১:৫৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ৪৪১ বার পড়া হয়েছে
মোঃ মশিউর রহমান সুমন
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জের ৩নং চরএককরিয়া ইউনিয়নে ৩নং ওয়ার্ড ইউপি সদস্য সাকিল হাওলাদার প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদী থেকে অবৈধ বালু উত্তোলন করে যাচ্ছে প্রতিনিয়ত।
অপরিকল্পিত বালু উত্তোলন করায় ইতিমধ্যেই মেহেন্দিগঞ্জে বিভিন্ন স্থানে নদী ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা আশস্কা প্রকাশ করেছেন অপরিকল্পিত বালু উত্তোলন নদী ভাঙ্গন বৃদ্ধি পেতে পারে।
মেহেন্দিগঞ্জের উপজেলার গজারিয়া, কালাবদর, বলাসিয়া, মেঘনা চারটি নদী।প্রতি বছর চারটি নদীর ভাঙ্গনে বহু ঘরবাড়ি, ফসলি জমি, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ও সরকারী গুরুত্বপূর্ণ স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। অন্যদিকে কোটিপতি হচ্ছেন এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী।
চর এককরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সরকারী আশ্রায়ন প্রকল্প, শান্তিরহাট বাজার, সরকারী গোডাউন, কোরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোলচর ফোরকানিয়া মাদ্রাসাসহ রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।
এলাকাবাসীর দাবী, অনতিবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ না করা হলে একসময় মেহেন্দিগঞ্জের মানচিত্র নদীগর্ভে বিলীন হয়ে যাবে। তাই তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।