মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নে উপকারভোগীদের লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠান

- আপডেট সময় : ১০:৪২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / ৩৩৬ বার পড়া হয়েছে

মোঃ মশিউর রহমান সুমন
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
শনিবার (২৫আগষ্ট) সকাল ১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে সমাজসেবা অধিদপ্তর কতৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় সকল ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল -৪ হিজলা,মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধুর সোনারবাংলা বিনির্মানে, উন্নত সমৃদ্ধিশালী দেশ গড়তে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তিনি দেশের সকল ধরনের উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি গরীব, দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে বিভিন্ন ধরনের ভাতা চালু করেছেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতাধীন বয়স্কভাতা, বিধবা ভাতা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, তৃতীয় লিংঙ্গ,বেদে,জনগোষ্ঠীর বিশেষ ভাতা, শিক্ষা উপবৃত্তি চালু করেছেন। তাই নৌকা মার্কায় ভোট চাই।
এসময় আরো উপস্থিত ছিলেন জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ কাদের ফরাজীসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জাঙ্গালিয়া ইউনিয়নের সকল সমাজসেবা অধিদপ্তরের আওতায় লাইভ ভেরিফিকেশন এর সুবিধা ভোগীরা।