মেহেন্দিগঞ্জের শ্রীপুরে নদীভাঙ্গন পরিদর্শন করেন – পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক
- আপডেট সময় : ০৯:৩৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
- / ৪৩১ বার পড়া হয়েছে
মোঃ মশিউর রহমান সুমন
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের নদীভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ এমপি।
শুক্রবার (২৮জুলাই) দুপুর ২টায় শ্রীপুর ইউনিয়নের নদীভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। এবং ক্ষতিগ্রস্ত পরিবারের দুংখ দূর্দশার কথা শোনেন তিনি। নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে নদীর তীরে মতবিনিময় কালে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেন, নদীর অব্যাহত ভাঙ্গনে প্রতিদিনই নিঃস্ব হচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। তেমনি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে আবাদি জমি, সরকারী ও বেসরকারী অসংখ্য স্থাপনা, হাট বাজার, নদী তীরবর্তী ঘরবাড়ি, মসজিদ ও গাছপালা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে নদীরক্ষা প্রকল্পের শুরু করা হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল -৪ হিজলা- মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ।
প্রতিমন্ত্রী বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব গ্রহনের পর থেকে নদীভাঙ্গন এলাকা সরেজমিনে গিয়ে পরিদর্শন করে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহন করে আসছেন।প্রতিমন্ত্রী পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, অপরিকল্পিত ও অবৈধ বালু উত্তোলন বন্ধ না করা হলে নদী ভাঙ্গন রোধ হবেনা।নির্ধারিত বালু মহাল ছাড়া অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ করতে হবে। নদী ভাঙ্গন প্রতিরোধে প্রতিমন্ত্রী বরিশাল পানিউন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও বাদ নির্মানের দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা দেন। জাহিদ ফারুক এমপি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই নদীভাঙ্গনকবলিতদের পাশে ছিলেন থাকবেন।যাতে বাংলাদেশ দূর্যোগ সহনীয় রাষ্ট্রে পরিনত হয়।