মেহেন্দিগঞ্জে অবৈধ বালু উত্তোলনের সময় ড্রেজার আটক

- আপডেট সময় : ০৫:৩৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / ৩৬০ বার পড়া হয়েছে

মোঃ মশিউর রহমান সুমন, মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধি:
মেহেন্দিগঞ্জে অবৈধ বালু উত্তোলনের সময় ড্রেজার আটক করা হয়েছে। মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড শান্তির হাট বাজার সংলগ্ন নদী থেকে রবিবার (১৮জুন) রাত ১০ঘটিকায় ড্রেজারটি আটক করে বলে নৌ-পুলিশের ইন্সপেক্টর ফারুক হোসেন স্টার নিউজ টুয়েন্টি ফোর কে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এই অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সুত্রে জানা যায়, বর্তমানে ভিটি বালু, পুকুর, ডোবা ভরাটের ব্যাপক চাহিদা রয়েছে। আর এই সুযোগে একটি চক্র প্রতিদিন সন্ধার পর থেকে গভীর রাত পর্যন্ত বালু উত্তোলন করে। আর এই বালু মেহেন্দিগঞ্জের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়।
মেহেন্দিগঞ্জ একটি নদীবেষ্টিত এলাকা। এভাবেই প্রতিনিয়ত মেহেন্দিগঞ্জের আশ পাশের বিভিন্ন নদী থেকে বালু উত্তোলন করা হয়। এই বালু উত্তোলনের ফলে ইতিমধ্যেই মেহেন্দিগঞ্জের বিভিন্ন স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে এবং ঘরবাড়ি, ফসলি জমি, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
ভুক্তভোগী এলাকাবাসী জানান,এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে অচিরেই মেহেন্দিগঞ্জের মানচিত্র নদীগর্ভে বিলীন হয়ে যাবে।