মেহেন্দিগঞ্জে আরিফ হত্যার মূল পরিকল্পনাকারী কাশেম ফরাজী র্যাবের হাতে গ্রেফতার

- আপডেট সময় : ১১:৪৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ৩২৯ বার পড়া হয়েছে

মোঃ মশিউর রহমান সুমন, মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ এলাকার আরিফ জমদ্দার নামে এক মুদি দোকানিকে হত্যার মূল পরিকল্পনাকারী আবুল কাশেম ফরাজীকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৭অক্টোবর) ভোরে রাজধানীর কোতয়ালি থানাধীন সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব -১০ এর একটি দল।
র্যাব -১০ এর উপ- পরিচালক (অপস) আমিনুল ইসলাম গণমাধ্যমেকে জানান, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরডাইয়া এলাকায় বসবাসকারী মুদি দোকানি আরিফ জমদ্দার (৩৫) সঙ্গে আবুল কাশেম ফরাজীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।এরই জের ধরে আবুল কাশেমসহ ১৬-১৭ জন মিলে আরিফকে হত্যার পরিকল্পনা করে। সোমবার (১৬অক্টোবর) দুপুরে আরিফ খাবার খেয়ে দোকানে বসেন।এ সময় আবুল কাশেম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আরিফের উপর আক্রমণ করে। প্রথমে আবুল কাশেম তার হাতে থাকা চাপাতি দিয়ে আরিফের মাথায় একাধিক কোপ দেয়।পরবর্তীতে তার অন্যান্য সহযোগীরা তাদের কাছে থাকা দা দিয়ে আরিফের হাত, পা ও শরীরের বিভিন্ন অংশে কোপাতে থাকে ও লোহার রড দিয়ে পেটাতে থাকে।
আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আরিফকে গুরুতর রক্তাক্ত অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় আরিফ মৃত্যুবরন করেন।
বিষয়টি জানতে পেরে র্যাব -১০ এর একটি দল জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য- প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ভোর সাড়ে চারটায় রাজধানীর কোতয়ালি থানাধীন সদরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আবুল কাশেম ফরাজীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার কাশেম হত্যাকান্ডের সঙ্গে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।