মেহেন্দিগঞ্জে ঝুঁকি নিয়ে শিশু ও শিক্ষার্থীদের বাঁশের সাঁকো পারাপার
- আপডেট সময় : ০৮:৫২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
- / ৪২৫ বার পড়া হয়েছে
মোঃ মশিউর রহমান সুমন, মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার ৩নং চর এককরিয়া ইউনিয়নের ২নং শান্তিরহাট বাজার সংলগ্ন বাঁশের সাঁকো দিয়ে স্কুল, কলেজ,ও মাদ্রাসা এবং এলাকাবাসীকে জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে।
চ্যানেল স্টারের অনুসন্ধানে জানা যায়, চর এককরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড শান্তির হাট বাজার, দরবেশকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, লস্করপুর দাখিলি মাদ্রাসার শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ন বাঁশের সাঁকোটি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে ও আসতে হয়।এছাড়া প্রসুতিসহ নারীদের স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিৎকিসা নিতে দারুন ভোগান্তিতে পড়তে হয় তাদের।
এলাকাবাসী জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন করলেও বাঁশের সাঁকোর জায়গায় একটি পাকা সেতু নির্মান করা হয়নি। তাই এ ব্যাপারে তারা স্থানীয় সাংসদ পক্কজ নাথ ও উপজেলা চেয়ারম্যান কে এম মাহফুজুল আলম লিটনের দৃষ্টি কামনা করছেন।