মেহেন্দিগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত
- আপডেট সময় : ১১:২৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ৩৭৬ বার পড়া হয়েছে
মোঃ মশিউর রহমান সুমন,মেহেন্দিগঞ্জ, ( বরিশাল) প্রতিনিধিঃ
আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ১৯৩০ সালের ৮ আগষ্ট তৎকালীন গোপালগঞ্জ মহাকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম ছিলো রেনু। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে শাহাদাৎ বরন করেন।
বঙ্গবন্ধুর নেতৃত্বের দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এ লড়াই সংগ্রাম – আন্দোলনের নেপথ্যে প্রেরনা দাতা ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর গোটা রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরন করে তার প্রতিটি প্রেরণার উৎস হয়ে পাশে ছিলেন। বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা ঘোষণার পর বঙ্গবন্ধু যখন বারবার পাকিস্তানি শাসকদের হাতে বন্দী জীবন যাপন করছিলেন, তখন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা ফজিলাতুন্নেছা মুজিবের কাছে ছুটে যেতেন। তিনি তাদের বঙ্গবন্ধুর বিভিন্ন দিক- নির্দেশনা পৌঁছে দিতেন ও লড়াই – সংগ্রাম চালিয়ে যেতে অনুপ্রেরণা যোগাতেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন যথাযথ মর্যাদায় তার জন্মবার্ষিকী পালন করে। এসময় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।