মেহেন্দিগঞ্জে বেপরোয়া গতিতে চলছে নসিমন, নেই প্রশাসনের নজরদারি

- আপডেট সময় : ১১:৩৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৩০ বার পড়া হয়েছে

মোঃ মশিউর রহমান সুমন, মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জে প্রশাসনের নজরদারি না থাকায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে ইট,বালু, সিমেন্ট,রডসহ বিভিন্ন পন্যবাহী গাড়ি নসিমন ও টমটম। লাইসেন্সবিহীন এই গাড়িগুলোর চালকদের কারোই নেই ড্রাইভিং লাইসেন্স।
তারা পরিবহন নিয়মবিধি না মেনে প্রধান সড়কগুলোতে বেপরোয়াভাবে যানবাহন চালানোর ফলে প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা।
এ পরিবহনের চালকেরা বেশি আয়ের আকাঙ্খায় দ্রুত গতিতে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে থাকেন।এদের অধিকাংশ চালকের বয়স অল্প যারা এ গাড়ি চালানোর মত ক্ষমতা রাখেনা।
মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন হাট,বাজার ঘুরে দেখা গেছে, পাতারহাট বন্দর, উলানিয়া ইউনিয়ন, চানপুর ইউনিয়ন, চরএককরিয়া ইউনিয়ন, মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নসহ বিভিন্ন স্থানে চলছে এসব লাইসেন্সবিহীন যানবাহন।
এছাড়াও মেহেন্দিগঞ্জের প্রতিটি ইট ভাটার মাটি টানার জন্য ব্যবহার হচ্ছে এসব গাড়ি। বিশেষ করে ইট, বালু, সিমেন্ট ও রড ব্যবসায়ীদের এ গাড়িগুলোর জন্য সড়ক এখন অনিরাপদ।
একাধিক ব্যক্তি বলেন, বেপরোয়া এসব গাড়ির কারনে সড়কে চলাচল অসাধ্য হয়ে উঠেছে। এসব যানবাহন পরিবেশ নষ্ট করছে বিধায় পরিবেশগত ঝুঁকিও বাড়ছে। এসব লাইসেন্সবিহীন যানবাহন একটি শক্তিশালী মহল নিয়ন্ত্রণ করছে বলে তাদের কিছু বলা যায় না।
আমরা প্রশাসনের কাছে দাবি জানাই প্রশাসন যেন এই ব্যাপারে আইনের কঠোর প্রয়োগ করে এবং পরিবেশগত ঝুঁকি যেন প্রশাসন বিবেচনা করে।