সংবাদ শিরোনাম ::
মেহেন্দিগঞ্জে ভয়াবহ আগুন, বসতবাড়ি পুড়ে ছাই

নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১০:৩১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ৩৫০ বার পড়া হয়েছে

মোঃ মশিউর রহমান সুমন, মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দরিচর খাজুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরবউডুবা গ্রামে বৃহস্পতিবার (২২জুন) রাত আনুমানিক ৮টায় ভয়াবহ অগ্নিকান্ডের খবর পাওয়া যায়।
এলাকাবাসীর সুত্রে জানা যায়, বিৎদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে বলে তাদের ধারনা।এতে উক্ত এলাকার বাসিন্দা হোসেন হাওলাদারের একটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
ঘর মালিক হোসেন হাওলাদার জানান, আগুনে তার পুড়ো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে ঘরের মালামাল উদ্বার করা সম্ভব হয়নি।তিনি বলেন, এতে তার প্রায় তিনলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
মেহেন্দিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতার প্রায় ১ ঘন্টা অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী।